“”অনিচ্চা বাতা সাংখারা””
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, সাতকানিয়া-লোহাগাড়ার পুন্যতীর্থ ঐতিহ্যবাহী পদুয়া গ্রামের জন্মজাত, মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের অধ্যক্ষ,মোদিয় গুরু আচার্য্য বির্দশন সাধক পূজ্য অগ্রবংশ মহাথের মহোদয় মহাপ্রয়াণ করেছেন।
২৩ নভেম্বর দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পূজনীয় ভান্তের নির্বাণ সুখ কামনায় বুড্ডিস্টনিউজ এর পক্ষ থেকে পুন্যদান করছি।